Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আশ্রয়প্রার্থীদের জন্য ফেডারেল সহায়তা চান মেয়র অ্যাডামস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ আগস্ট ২০২৩

আশ্রয়প্রার্থীদের জন্য ফেডারেল সহায়তা চান মেয়র অ্যাডামস

অভিবাসী আশ্রয়প্রার্থীদের সংখ্যা নিউইয়র্ক সিটির ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। তাদের যত্ন নেওয়ার জন্য শহরটির ১২ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানান মেয়র এরিক অ্যাডামস। তিনি মনে করেন, অভিবাসীদের আশ্রয় এবং সহায়তা দিতে হবে।

গত ৯ আগস্ট এ নিয়ে নিউইয়র্ক স্টেট, ফেডারেল আইন প্রণেতা এবং সংস্থাগুলোকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র অ্যাডামস।

অনেক অভিবাসী নিজের ইচ্ছায় নিউইয়র্কের দিকে ছুটে আসছেন। কারণ নিউইয়র্ক সিটিতে নিরাপদ আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। যার অর্থ, নিউইয়র্কের একটি বাধ্যবাধকতা রয়েছে আশ্রয়প্রার্থীদের অনুরোধে তাদের আশ্রয় দেওয়ার জন্য।

বাসস্থান জরুরি হয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী সাশ্রয়ী মূল্যের আবাসন সংকট শহরের আশ্রয় ব্যবস্থাকে প্রান্তে ঠেলে দিচ্ছে। আশ্রয় অনুসন্ধানকারীরা এখন রাস্তায় বিশ্রাম নিচ্ছে।

মেয়র অ্যাডামস নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং কংগ্রেসকে আশ্রয়প্রার্থীদের যত্ন নিতে আরও তহবিল সরবরাহ করতে এবং ব্যাপক অভিবাসন সংস্কারের সংস্থান করার আহ্বান জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ