হাজার হাজার আশ্রয়প্রার্থীকে বাসস্থান দিতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক সিটি। এখন বাধ্য হয়ে তাদেরকে বন্ধ হযে যাওয়া ফেডারেল কারাগারে আশ্রয় দিতে চায় কর্তৃপক্ষ। গত ১৮ আগস্ট সিটি জানায়, সঙ্কট শুরু হওয়ার পর থেকে ১ লাখ ১ হাজারেরও বেশি অভিবাসী নিউইয়র্ক সিটিতে পৌঁছেছে এবং সেই সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার মিডটাউন ম্যানহাটনের রুজভেল্ট হোটেলের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র ফর কমিউনিকেশনস ফ্যাবিয়ান লেভি বলেন, আমরা ২০০টি জায়গা নির্ধারণ করেছি, এরপরও আশ্রয়প্রার্থীদের থাকার জায়গা নেই।
পাঁচটি বরো মিলিয়ে ৫৯ হাজার আশ্রয়প্রার্থী ২০২টি জরুরি আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। শতশত আশ্রয়প্রার্থী এখনও প্রতিদিন আসছেন। নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করার জন্য ফেডারেল ঘোষণার কথা বলা হয়েছে, যাতে আরও সংস্থানের খোঁজ পাওয়া যায়।
শহরের নেতারা চলতি সপ্তাহে লং আইল্যান্ডে নাসাউ কাউন্টির নির্বাহী, ব্রঙ্কস ব্ল্যাকম্যানের স্টেটম্যানের পরে স্টেট পার্টনারদেরকেও তাদের দায়িত্বটুকু পালন করার জন্য অনুরোধ করছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।