Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটির সাবওয়েতে বন্দুক হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ৭ অক্টোবর ২০২৩

নিউইয়র্ক সিটির সাবওয়েতে বন্দুক হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্ক সিটি সাবওয়েতে গুলি চালিয়ে ১০ জনকে আহত করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। ফ্র্যান্ক জেমস নামের ওই ব্যক্তি ২০২২ সালের ১২ এপ্রিল এই হামলা চালান।

ম্যানহাটানগামী একটি ট্রেনে হামলাটি চালানোর পর পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ এনে মামলা দায়ের করে। প্রায় দেড় বছর মামলা চলার পর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। বিচারে তার বিরুদ্ধে ১০টি অপরাধ প্রমাণিত হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আদালতে এই হামলায় আহতদের মধ্যে তিন জন তাদের সাক্ষ্য দেন। ফ্র্যাঙ্ক জেমস নিজেও তার দোষ স্বীকার করে নিয়েছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা বলেন, জেমস অত্যন্ত পরিকল্পিতভাবে সর্বোচ্চ ক্ষতি সাধনের লক্ষেই এই গুলি চালিয়েছিলেন।

সাক্ষ্যদের একজন বলেন, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এই হামলা চালানো হয়। হামলার শিকার অপর ব্যক্তি আদালতকে বলেন, ওই হামলার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ