আমেরিকায় বসবাস করা এশিয়ার ৪৮টি দেশের হাজার হাজার ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, অথচ কমিউনিটি নেতৃত্বের অভাবে মার্কিন সরকারের দেয়া সুযোগ-সুবিধা ও আইনী সহায়তার সবটুকু পাচ্ছেন না তারা।
আমেরিকান চেম্বার অব কমার্সের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সকল সুবিধা আদায় সম্ভব বলে মত দেন বক্তারা।
এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জয় চৌধুরীর সভাপতিত্বে ১৩ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত ব্যবসায়ী সম্মিলনে নেতারা এসব আশার কথা বলেন। মার্কিন জিডিপিতে ৪০ শতাংশ অবদান চীন এবং বাংলাদেশসহ এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীদের।
মোট ব্যবসার ৬২ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি পর্যারের এশিয়ার ব্যবায়ীদের নিয়ন্ত্রণে। কিন্তু কিছু আইনগত সীমাবদ্ধতার কারণে মার্কিন সরকারের দেয়া সব সুযোগ সুবিধা কাজে লাগাতে পারছেন না এসব ব্যবসায়ীরা। এজন্য এশিয়ান-আমেরিকান চেম্বারকে শক্তিশালী করার তাগিদ নেতারা।
শুধু চেম্বার নেতারা নন, নিউইয়র্ক স্টেট গভর্নর কমিশনার, সিটি কমিশনারসহ সরকারী নানা সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেন। তারা সরকারের তরফ থেকে ব্যবসা সম্প্রসারণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।