নিউইয়র্কের শিশুদের জন্য টিকটক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘আসক্তিজনক’ ব্যবহার থেকে দূরে রাখতে আইন প্রণয়নের কথা ভাবছেন গভর্নর ক্যাথি হোকুল এবং রাজ্যের আইনপ্রণেতারা।
গভর্নর হোকুল ঘোষণা করেন, শিশুরা যাতে সামাজিক মিডিয়া সাইটগুলোর টার্গেট করা অ্যালগোরিদম থেকে দূরে থাকতে পারে, সেজন্য নতুন আইন করা হচ্ছে। নতুন আইনে বলা হয়েছে, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো অ্যাপসগুলোর কোনো কোনোটি ব্যবহার করতে শিশুদের মা-বাবার অনুমতি লাগবে।
এই বিধিনিষেধ কার্যকর করার দায়িত্ব পালন করবে টেক কোম্পানিগুলো। আর অ্যাটর্নি জেনারেল এই নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করবেন। আইন পালন করতে যা যা করা দরকার, সবই করবেন।
বিভিন্ন সমীক্ষার কথা উল্লেখ করে গভর্নর হোকুল বলেন, এসব সাইট শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, সামাজিক মিডিয়া কোম্পানিগুলো ব্যবহারকারীর বয়স নির্ধারণ করতে নানা পদ্ধতি ব্যবহার করে। তারা ব্যবহারকারীর ব্রাউজার শনাক্ত করতে পারে। আইনটি বাস্তবায়ন করার সময় আমরা তাদের সহযোগিতা নেব।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।