নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এখন থেকে নিউইয়র্কে ছুটে আসা আশ্রয়প্রার্থীরা সাময়িক ব্যবস্থা করা আশ্রয়স্থলগুলোতে সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন। শিশুদের সাথে নিয়ে আসা এই আশ্রয়প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করে এমনকি হোটেল কক্ষে রাখা হলেও কর্তৃপক্ষ বলছে, দ্রুতই তাদেরকে এসব কেন্দ্র ছাড়তে হবে।
নিজেদের আশ্রয় তাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। ১৬ অক্টোবর সিটি মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেন, নতুন নতুন আশ্রয়প্রার্থী এসে ভিড় করার কারণেই পুরোনোদের বেশিদিন ধরে এসব কেন্দ্রে রাখা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, মাইগ্রান্ট পরিবারগুলো নিউইয়র্কে পৌঁছানোর পরপরই তাদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা ৬০ দিনের জন্য সীমিত করার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তবে আশ্রয়প্রার্থীরা যাতে দ্রুত নিজেদের থাকার ব্যবস্থা করে নিতে পারেন এবং একই সঙ্গে তাদের আশ্রয় নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে সে লক্ষ্যে মেয়র অফিস কাজ করে যাবে।
মেয়র বলেন, নীতিগত এই পরিবর্তন আনতে তারা বাধ্য হলেন, কারণ নতুনদের আশ্রয় দেওয়ার জন্য আর একটি স্থানও ফাঁকা নেই।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।