নিউইয়র্ক সিটিতে সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১৯ অক্টোবর মেয়র এরিক অ্যাডামস্ জানান, নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার দ্বারা প্রকাশিত নতুন তথ্য অনুসারে চাকরির সংখ্যা বৃদ্ধির খবর জানা যায়।
মেয়র জানান, শহরে মোট ৪ কোটি ৭০ লাখ ৯ হাজার ৪০০টি চাকরি রয়েছে, যা ২০২০ সালের জানুয়ারিতে সেট করা ৪ কোটি ৭০ লাখ ২ হাজার ৮০০ চাকরির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এদিকে, করোনাভাইরাস মহামারীর সময় নিউই্য়র্ক নগরে চাকরি হারিয়েছে ৯ লাখ ৪৬ হাজার মানুষ।
মেয়র অ্যাডামস বলেন, আমাদের প্রশাসন শুরু থেকেই দুটো দিকে মনোযোগ দিয়েছে। নিউইয়র্ক সিটিকে আরও সুরক্ষিত করা এবং আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করা। আজ আমরা সামগ্রিক অপরাধের প্রবণতা কমিয়ে কেবল আমেরিকার সবচেয়ে নিরাপদ শহর হয়ে উঠিনি বরং আমরা মহামারী থেকে সম্পূর্ণরূপে বের হতে সক্ষম হয়েছি।
নিউইয়র্ক সিটির পুনরুদ্ধারের ঐতিহাসিক বিকাশ মেয়র অ্যাডামসের মেয়াদের মাত্র ২২ মাসের মধ্যে ঘটেছে।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।