Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক টাইমস অফিসের সামনে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ১৫ নভেম্বর ২০২৩

নিউইয়র্ক টাইমস অফিসের সামনে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ

ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ বাড়ছে নিউইয়র্কে। গত বৃহস্পতিবার গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল মধ্য ম্যানহাটান। বিক্ষোভ মিছিল এগিয়ে যায় নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং নিউইয়র্ক টাইমস ভবনের দিকে।

বিক্ষোভকারীদের একটি অংশ নিউইয়র্ক টাইমস অফিসের সামনে অবস্থান নেন। তারা সেখানে মধ্যপ্রাচ্য নিয়ে খবর প্রকাশে আরো বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানান সাংবাদিকদের প্রতি।

এরপর তারা ধীরে ধীরে নিউইয়র্ক টাইমস-এর সামনে থেকে সরে যায় এবং ফিরে গিয়ে পাবলিক লাইব্রেরির সোপানে অবস্থান নেয়। প্রায় দেড় হাজার মানুষের এই বিক্ষোভে বিপুল সংখ্যায় অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা।

ফিলিস্তিন সমর্থক বিভিন্ন গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে হামাস-ইসরাইল যুদ্ধ অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান হয়।

বিক্ষোভকারীরা ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারেরও দাবি জানায়। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পড়ল। এই সময়ের মধ্যে শিশুসহ ১০ হাজার ৮১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ