Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অর্থ সঙ্কটে নিউইয়র্ক পুলিশে নিয়োগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২০ নভেম্বর ২০২৩

অর্থ সঙ্কটে নিউইয়র্ক পুলিশে নিয়োগ বন্ধ

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন মূলত অর্থ সঙ্কটের কারণে নিউইয়র্ক পুলিশের নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। অভিবাসীদের পেছনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হওয়ায় নগর প্রশাসনের বাজেট ছাঁটাই করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

পুলিশে নিয়োগ বন্ধ করার এই সিদ্ধান্তের ফলে বিভাগটির কার্যক্রমে আরো সমস্যার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই কোভিড-১৯-এর পর লোকবলের ব্যাপক ঘাটতির সৃষ্টি হয়েছে। এখন নতুন নিয়োগ বন্ধ হলে তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এনওয়াইপিডি ইতোমধ্যেই প্রায় তিন হাজার পোশাকধারী অফিসারের শূন্য পদগুলো পূরণে হিমশিম খাচ্ছে। এসব অফিসার ২০১৯ সালের পর অবসর নিয়েছেন কিংবা পদত্যাগ করেছেন।

অথচ, অ্যাডামস দায়িত্ব গ্রহণের পর প্রথম বছরে সার্বিক অপরাধ ৩০ ভাগ বেড়ে গেছে। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেনড্রি বাজেট ছাঁটাই প্রসঙ্গে বলেন, এনওয়াইপিডিতে জনবল সঙ্কট জননিরাপত্তায় বিপর্যয় ডেকে আনতে যাচ্ছে। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ