নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক নারী। ২২ নভেম্বর গভীর রাতে আদালতে দায়ের করা একটি মামলার কাগজপত্রে ওই অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডামসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ১৯৯৩ সালে সংঘটিত হয়েছিল। সে সময় তারা দুজনই নিউইয়র্ক সিটিতে কাজ করতেন।
এ বিষয়ে সিটি হলের এক মুখপাত্র জানিয়েছেন, মেয়র জানেন না এই নারী কে? তার সঙ্গে দেখা হওয়ার কোনো স্মৃতিও মনে করতে পারছেন না মেয়র। তাই বিষয়টিকে তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’-এর অধীনে অভিযোগটি দায়ের করা হয়েছে।
বাদীর একজন আইনজীবী আইনটির গুরুত্বকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এটি অভিযোগকারী নারীকে ন্যায়বিচার পাওয়ার সুযোগ দিয়েছে। তিন পৃষ্ঠার বিবরণীতে অভিযোগকারী জানিয়েছেন, যৌন নিপীড়নের সময় এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটিতে একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করছিলেন।
নিগৃহীত হওয়ার জন্য বিবরণীতে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন ওই নারী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।