Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটিতে অযথা হর্ন বাজালেই গুনতে হবে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ১১ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্ক সিটিতে অযথা হর্ন বাজালেই গুনতে হবে জরিমানা

শব্দদুষণের নগরে পরিণত হয়েছে নিউইয়র্ক সিটি। সড়কে গাড়ির হর্ন বাজানোর অভ্যাস এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, কর্তৃপক্ষ এখন নয়েজ ট্রাফিক ক্যামেরা বসাতে বাধ্য হচ্ছে। মাত্রাতিরিক্ত হর্ন বাজায়, এমন চালকদের ৮০০ ডলার থেকে ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।

সিটি কাউন্সিল এরই মধ্যে এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন দিয়েছে। স্টপ স্প্রেডিং দ্য নয়েজ অ্যাক্ট নামের এই আইনে ৮৫ ডেসিবলের বেশি শব্দ উৎপাদনকারী চালকরা এই জরিমানা দেবে। লনের ঘাসকাঁটা মেশিনের শব্দের মাত্রাকে হর্নের সর্বোচ্চ মাত্রা ধরা হবে।

এ জন্য দ্রুতই সড়কে সড়কে বিশেষ ক্যামেরা বসানো হবে, যা মাত্রতিরিক্ত হর্ন বাজানো চালকের গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে পারবে এবং জরিমানা করতে পারবে। জরিমানা শুরু হবে ৮০০ ডলারে যা সর্বোচ্চ ২৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

সিটি কাউন্সিল এরই মধ্যে মাত্রাতিরিক্ত হর্নের জন্য ৩১১ নম্বরে কল করে অভিযোগের সুযোগ তৈরি করেছে।

২০১৯ সালের অক্টোবরে এই নম্বর চালু করার পর অভিযোগ বেড়েছে ২৪১ শতাংশ। এমনকি বাড়ির ভেতরেও শব্দদূষণ হচ্ছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, অন্তত ২০ শতাংশ নিউইয়র্কার জানিয়েছে, তারা ঘরে বসেই শব্দ দূষণের ভুক্তভোগী।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ