Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইমিগ্র্যান্ট ইস্যুতে ক্ষমতা কেড়ে নেওয়ায় দিশেহারা অ্যাডামস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৩

ইমিগ্র্যান্ট ইস্যুতে ক্ষমতা কেড়ে নেওয়ায় দিশেহারা অ্যাডামস

হাজার হাজার অভিবাসনপ্রাত্যাশী বিভিন্ন পথে ঢুকে পড়ছেন নিউইয়র্ক সিটিতে। এ একটা অবস্থায় সিটি মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে ইমিগ্রান্টদের জন্য জরুরি অর্থ ব্যায়ের ক্ষমতা কেড়ে নেওয়া হলো। এ নিয়ে অ্যাডামস যেন দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, সম্প্রতি সিটি কম্প্রট্রোলার ব্র্যাড ল্যান্ডার মেয়রের জরুরি অর্থ ব্যয়ে ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছেন। ব্র্যাড ল্যান্ডারের ভাষ্যমতে, অ্যাডামস অর্থ ব্যায়ে স্বচ্ছতা দেখাতে পারেননি।

কম্পট্রোলারের অফিস থেকে সিটির সকল দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, ইমিগ্রান্টদের সেবার কাজে ব্যয় বরাদ্দ সংক্রান্ত সকল চুক্তি করার আগে সিটিকে অনুমতি গ্রহণ করতে হবে। জরুরি অবস্থাজনিত ব্যয়ের নামে কম্পট্রোলার অফিসের অনুমতি গ্রহণ ছাড়াই ব্যয় করার যে ক্ষমতা মেয়রের ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে জরুরি ব্যায়ের ক্ষমতায় বাধাপ্রাপ্তির পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে গেছেন মেয়র এরিক অ্যাডামস। অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে আলোচনা করতে কংগ্রেস নেতা এবং বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন তিনি।

অ্যাডামস বলেন, আশা করি ফেডারেল সরকারের কাছ থেকে আরও সহায়তা পাওয়া যাবে। ফেডারেল সরকারের উচিত আগামী তিন বছর অভিবাসী পরিস্থিতি মোকাবেলার ব্যয় বহন করা। যেহেতু অভিভাসন একটি রাষ্ট্রীয় সমস্যা, তাই ব্যায়ভারও সিটির নাগরিকদের ওপর পড়া উচিত নয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ