Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে অপরাধের শিকার হলে মিলবে অর্থ ও কাউন্সেলিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ১৩ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্কে অপরাধের শিকার হলে মিলবে অর্থ ও কাউন্সেলিং

নিউইয়র্কের গভর্নর হোকুল একটি নতুন বিলে সই করেছেন, যাতে বলা হয়েছে—রাজ্যে কেউ অপরাধের শিকার হলে তাদের অর্থপ্রাপ্তি সহজ হয় এবং তারা কাউন্সেলিং সেবা পেতে পারেন। ১১ ডিসেম্বর বিলটি সই করেন তিনি।

বিলটি আনেন স্টেট সেনেটর জেলনর মাইরি। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। ২০২১ ও ২০২২ সালে নিউইয়র্কে ৮ হাজার ৩০০ জন অপরাধী তৎপরতার শিকার হয়েছেন।

যার মধ্যে ব্যক্তিগত জখম, হত্যাকাণ্ড, সম্পদহানির মতো ঘটনা রয়েছে। এর মধ্যে ৭ হাজার ৯০০টি দাবিই গ্রহণ করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে।

এসব অপরাধের ঘটনা সম্পর্কিত তথ্য যাচাই করতে বিভাগের পক্ষ থেকে পুলিশের সংস্থাসমূহ, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়, শিশু সুরক্ষা সেবা, আদালত ও অন্যান্য ক্রিমিনাল জাস্টিস এজেন্সির কাছ থেকে তথ্য সংগ্রহ করে। নতুন আইনটি ২০২৫ এর ৩১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে গভর্নর হোকুলের দফতর থেকে বলা হয়েছে।

গভর্নর বলেন, তিনি এই বিলে স্বাক্ষর করেছেন কারণ তিনি জানেন স্রেফ আইন প্রয়োগকারীর তরফ থেকে কাঙ্খিত সহায়তা মিলবে না, এমনটা ভেবেই অনেকে অপরাধের শিকার হয়েও তা সংশ্লিষ্ট দফতরকে জানান না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ