Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিল পাসের দাবি নিয়ে আলবানিতে পরিবেশবাদীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ মার্চ ২০২৪

বিল পাসের দাবি নিয়ে আলবানিতে পরিবেশবাদীদের অবস্থান

আধুনিক বিশ্বের অন্যতম সংকট কিংবা আলোচিত ইস্যু হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই সংকট থেকে মুক্তির জন্য পরিবেশবাদী কর্মীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ‘ক্লাইমেট, জব অ্যান্ড জাস্টিস’ নামক একটি বিল পাসের জন্য নিউইয়র্কের সিনেট ও গভর্নর হাউসে সমবেত হন কয়েকশ পরিবেশবাদী কর্মী।

তাদের হাতে ছিল ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত বিভিন্ন ধরনের প্ল্যাকাড। এর পাশাপাশি তারা বিলটি পাসের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

এই আয়োজনের নেপথ্যে কাজ করেছে গ্রিন ফেইথসহ অর্ধশতাধিক সংগঠন। অন্যদিকে নিউইয়র্ক রিনিউ-এর নেতৃত্বে সিনেট এবং গভর্নর হাউসে উপস্থিত হয়ে পরিবেশবাদী কর্মীরা তাদের দাবি উপস্থাপন করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।    

সংবাদটি শেয়ার করুনঃ