নিউইয়র্কে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে তার পূর্বসূরি বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এই অনুষ্ঠান থেকে বাইডেন নির্বাচনী প্রচারণার জন্য আড়াই কোটি ডলার পেয়েছেন।
ম্যানহাটানের রেডিও সিটি মিউজিক হলে ডেমোক্র্যাটিক পার্টির এই বাম্পার অনুষ্ঠানের আয়োজন করা হয়। নভেম্বরের নির্বাচনের আগে বাইডেন তহবিল সংগ্রহে বেশ সাফল্য দেখিয়েছেন।
এই অনুষ্ঠান চলাকালীন হলের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দেন। হলের ভেতরেও কেউ কেউ শিস বাজিয়ে ও চিৎকার করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত দলটি আড়াই কোটি ডলার তহবিল পাওয়ার নতুন রেকর্ডের কথা জানায়। তারা আরও জানান, বাইডেনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পুরো ফেব্রুয়ারি মাসেও এ পরিমাণ তহবিল সংগ্রহ করতে পারেননি।
অনুষ্ঠানে গায়িকা কুইন লাতিফা ও লিজ্জো সহ আরও কয়েকজন সঙ্গীত পরিবেশন করেন। এরপর যুক্তরাষ্ট্রের ৪২, ৪৪ ও ৪৬তম প্রেসিডেন্ট একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এই পর্বের সঞ্চালক ছিলেন কমেডিয়ান স্টিফেন কোলবার্ট। সঙ্গে ছিলেন ভোগ পত্রিকার প্রধান সম্পাদক আন্না উইনটুর।
আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি, তিন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ঠাট্টা-তামাশায় মেতে ওঠেন সঞ্চালক কোলবার্ট।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।