Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অবশেষে চালু হচ্ছে ম্যানহাটানের যানজট টোল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ৪ মে ২০২৪

অবশেষে চালু হচ্ছে ম্যানহাটানের যানজট টোল

৩০ জুন মধ্যরাতের পর থেকে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে চালু হচ্ছে যানজট টোল। প্রায় দুই দশক ধরে অব্যাহত বিতর্ক ও তুমুল আলোচনার পর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটির প্রধান নির্বাহী জানো লিবার টোল চালুর ঘোষণা দিলেন।

তিনি বলেন, যেসব গাড়ী পিক আওয়ারে ৬০ ষ্ট্রীট কিংবা তার নিচের দিকে রাস্তা ব্যবহার করবে তাদের দিনে একবার ১৫ ডলার টোল দিতে হবে।

তবে হালকা এবং ভারী ট্রাক-বাসের জন্য ২৪ ডলার থেকে ৩৬ ডলার পর্যন্ত টোল আদায় করা হবে। উবার, লিফট এবং ইয়েলো ক্যবের জন্য টোলে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।

টোলের মাধ্যমে যানজট হ্রাসের এমন উদ্যোগ ইউরোপের কয়েকটি দেশে চালু থাকলেও যুক্তরাষ্ট্র এই প্রথম।

যানজট হ্রাসের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হলেও এতে এমটিএ কর্তৃপক্ষের বছরে ১ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে। আয়ের ৮০% শতাংশ ব্যয় করা হবে সিটির ট্রানজিট ব্যবস্থা—সাবওয়ে ও বাস সার্ভিসের উন্নত সেবা প্রদানে। বাকি ২০% ব্যয় করা হবে মেট্রো নর্থ এবং লং আইল্যান্ড রেলরোড এর উন্নয়নে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ