Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে গতিসীমা লঙ্ঘন ও সিটবেল্ট না বাঁধায় ব্যাপক জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ২৫ জুন ২০২৪

নিউইয়র্কে গতিসীমা লঙ্ঘন ও সিটবেল্ট না বাঁধায় ব্যাপক জরিমানা

গভর্নস ট্রাফিক সেফটি কমিটি জানিয়েছে, নিউইয়র্ক রাজ্যে যানবাহনের বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে এক লাখ ১২ হাজার ৩১টি টিকিট ইস্যু করা হয়েছে।

এর মধ্যে গতিসীমা লঙ্ঘনের দায়ে ১৭ হাজার ২১০টি এবং সিটবেল্ট না লাগানো ও শিশু-সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ৪৯টি টিকিট ইস্যু করা হয়েছে। কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটবেল্ট না বাঁধাকে অনেকেই সামান্য জিনিস মনে করে।

কিন্তু দুঘর্টনার ক্ষেত্রে এই একটি বিষয়ই জীবন রক্ষা পাবে কী পাবে না, তা নির্ধারণ করে দেয়। পরিসংখ্যানে দেখা যায়, আপনি সামনের আসনে বসুন বা পেছনের আসনে, সিটবেল্ট জীবন রক্ষা করে।

নিউইয়র্ক স্টেট পুলিশ সুপারিনটেডেন্ট স্টিভেন জি জেমস বলেন, অনেক বছর ধরেই আইনপ্রয়োগকারী সংস্থা সিট বেল্ট এবং শিশুদের আসনের ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ