Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১, ৬ জুলাই ২০২৪

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৩

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইডের একটি পার্কে সন্দেহভাজন মাতাল এক চালক তার গাড়ি নিয়ে একাধিক পথচারীকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

এবিসি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫৩ মিনিটের দিকে ওয়াটার অ্যান্ড জ্যাকসন স্ট্রিটের সংযোগস্থলে থাকা কর্লেয়ার্স হুক পার্কের একাধিক পথচারীকে ধূসর রঙয়ের একটি পিকআপ ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। পুলিশ জানায়, নিউজার্সির ৪৪ বছর বয়সী ওই চালক তার ফোর্ড পিকআপ ট্রাক নিয়ে একটি স্টপ সাইন অমান্য করে দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ পার্কের ভেতর ঢুকে পড়ে ও পথচারীদের চাপা দেয়।

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চারজনকে পিকআপ ট্রাকের নিচে দেখতে পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ