Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটির পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার রক্ষায় নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ৮ জুলাই ২০২৪

নিউইয়র্ক সিটির পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার রক্ষায় নতুন উদ্যোগ

নিউইয়র্ক শহরের বাসিন্দাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে একটি নতুন জোট গঠন করা হয়েছে। নবগঠিত এই জোট শহরের পরিচ্ছন্নতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করবে। ২ জুলাই নিউইয়র্ক সিটির কর্মকর্তারা মিডটাউন কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশন নামের এই জোটের কার্যক্রম শুরু করেন।

এটি একটি মাল্টি এজেন্সি জোট। যার লক্ষ্য ম্যানহাটনের কেন্দ্রস্থলে একটি পরিষ্কার ও নিরাপদ ব্যবসায়িক জোন তৈরি করা।

জানা যায়, জোটটি ৩৪ ও ৪৫ তম রাস্তার মধ্যে অবস্থিত সপ্তম, অষ্টম এবং নবম অ্যাভিনিউতে নিয়োজিত থাকবে। এসব জায়গায় জোটের পক্ষ থেকে নিয়মিত হাঁটার জন্য দল মোতায়েন করা হবে।

পাশাপাশি জোটের নিয়োজিত সদস্যরা ক্ষতিকর পদার্থের অপব্যবহার, চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের দিকে নজর রাখবে। নিউইয়র্কবাসীর জীবন, সম্পদ ও পর্যটকদের  নিরাপত্তার জন্য মেয়র এরিক অ্যাডামস এই উদ্যোগ গ্রহণ করেছেন।

এদিকে, টাইমস স্কয়ারে গত বছরের তুলনায় এ বছর অপরাধের পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু অপরাধের বর্তমান যে পরিসংখ্যান রয়েছে তা পর্যটনকে উৎসাহিত করে না। যদিও পর্যটকদের অভিজ্ঞতা অনেকটাই আলাদা হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ