Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টোল ফাঁকি দেওয়ায় নিউইয়র্কে ১৫৪০টি গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ১৩ জুলাই ২০২৪

টোল ফাঁকি দেওয়ায় নিউইয়র্কে ১৫৪০টি গাড়ি জব্দ

টোল পরিশোধ না করায় নিউইয়র্ক সিটিতে ১ হাজার ৫৪০টি গাড়ি জব্দ করা হযেছে। এছাড়া ৩৩৯ জনকে গ্রেফতার এবং ১২ হাজার ৭টি পরোয়ানা জারি করা হয়েছে। এসব চালকের কাছে ১২.৫ মিলিয়ন ডলারের বেশি পাওনা রয়েছে।

নিউইয়র্ক সিটির সেতু ও টানেলগুলোতে ভুতুরে প্লেট এবং টোল লঙ্ঘনকারী গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযানে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন।

গভর্নর বলেন, ‘ভুতুরে প্লেট এবং টোল ফাঁকিতে প্রতি বছর আমাদের রাজ্যের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়। সবার জন্য গণপরিবহন ব্যবস্থা নির্মাণে আমাদের প্রয়াসে বাধার সৃষ্টি হয়।’

গত সোমবার আইন প্রয়োগকারী সংস্থা ব্রঙ্কস হোয়াইটস্টোন ব্রিজ অতিক্রম করার সময় ৫৫টি গাড়ি জব্দ করে। এ সময় অপরিশোধিত ৪ লাখ ৮০,০০০ ডলার টোল, ফি আদায় করা হয়। একই সাথে ১৩ জনকে গ্রেফতার এবং ৪৩৩টি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ