Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ কনস্যুলেট থেকে সরানো হলো বঙ্গবন্ধু ও হাসিনার ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ৭ আগস্ট ২০২৪

আপডেট: ২২:৩১, ৭ আগস্ট ২০২৪

বাংলাদেশ কনস্যুলেট থেকে সরানো হলো বঙ্গবন্ধু ও হাসিনার ছবি

গণরোষের মুখে পালিয়ে গেছেন শেখ হাসিনা। খবরটি শোনার পর রাস্তায় নেমে আসে লাখ লাখ জনতা। উৎসব দেখা গেছে প্রবাসীদের মধ্যেও। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়েছে।

ছবি নামিয়ে ফেলা হয়েছে জাতিসংঘ বাংলাদেশ মিশন থেকেও।

ছবি নামিয়ে ফেলার বিষয়টি একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছেন নিউইয়র্কের প্রবাসীরা। রাস্তায় নেমে আসেন হাজারো ছাত্রজনতা। তাদের দাবি, প্রত্যেকটি হতাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ