নিউইয়র্ক কাউন্টিতে জনসম্মুখে মুখোশ বা ফেস মাস্ক পরা নিষিদ্ধ করা হয়েছে। নিজের পরিচয় গোপন রেখে কেউ যাতে অপরাধ সংগঠিত করতে না পারে, সেজন্য এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে স্বাস্থ্যগত কারণ, ধর্মীয় বা সাংস্কৃতিক উদ্দেশ্যে কেউ যদি মুখ ঢেকে রাখে তবে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না।
৫ আগস্ট সোমবার নাসাউ কাউন্টির আইন প্রণেতারা এই সংক্রান্ত একটি আইন অনুমোদন করেন। ফলে এখন থেকে পাবলিক প্লেসে ফেস মাস্ক পরাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। কেউ এই আইন ভঙ্গ করলে এক বছরের জেল এবং ১ হাজার ডলার জরিমানা করা হবে।
নাসাউ কাউন্টি আইনসভায় এই বিলের পক্ষে ১২ জন ভোট প্রদান করেন। ০৭ জন বিধায়ক ভোট প্রদানে বিরত ছিলেন। তবে বিলের পক্ষে এবং বিপক্ষে কয়েক ডজন পাবলিক স্পিকার আইনসভার কক্ষে অবস্থান নেন। বাধা দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।