নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে শেষ হলো ৫দিনব্যাপী আন্তর্জাতিক যুব সম্মেলন। বিশ্ব সংস্থাটির সাধারণ অধিবেশন উপলক্ষে প্রতিবছরই এমন যুব সম্মেলনের আয়োজন করা হয়। ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে এবারের আয়োজন শেষ হয় ২৯ সেপ্টেম্বর।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এই আয়োজনে অংশ নিয়ে থাকেন। তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন কর্মশালায় অংশ নেন। আয়োজকরা বলছেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক যুব সম্মেলন একটি দারুণ ফ্ল্যার্টফর্ম।
পৃথিবীর বিভিন্ন দেশে থেকে নিউইয়র্কে এসে নানা বিষয়ভিত্তিক সেমিনারে জোরালো বক্তব্য দিচ্ছেন অংশগ্রহণকারীরা। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হচ্ছেন। তাছাড়া জাতিসংঘের সাথে তরুণদের সম্পৃক্ততা, অন্তর্ভুক্তি এবং নীতিনির্ধারণের জন্য এই সম্মেলন খুবই উপযোগী।
প্রসঙ্গত, এবারের যুব সম্মেলনে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ডেলিগেট অংশ নিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।