নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে অবাধে ধর্ম পালনের সুযোগের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ঠেকাতে অঙ্গরাজ্যটির কাউন্সিলে ১৩ নভেম্বর একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম কাউন্সিলওম্যান শাহানা হানিফ।
অধিবেশনে উপস্থিত ৪৮ কাউন্সিলম্যানের সকলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ফলে, এখন ধর্মীয় কারণে কেউ কারো সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। দুপুরে পরিবেশিত হবে ধর্মীয় রীতি অনুযায়ী খাদ্য; তাতে হালাল-হারাম নিয়ে শঙ্কা তৈরির সুযোগ বন্ধ হবে।
গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত তীব্র আকার ধারণ করার পর নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে ধর্মবিদ্বেষী হামলা, গালিগালাজের সংবাদ আসতে থাকে। শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আসছিল।
এ পরিস্থিতিতে বাংলাদেশি নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন সাফেস্টসহ ৩৪টি সংগঠন সরব হয়। এর মধ্যেই শাহানা হানিফের দেওয়া প্রস্তাব পাস হল। তিনি বলেন, কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে আন্তঃধর্মীয় সম্প্রীতির বিকল্প নেই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।