পরকীয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা ১১৭ বছর আগের আইনটি বাতিলের বিলে স্বাক্ষর করেছেন নিউইয়র্কের গভর্ণর ক্যথি হোকুল। ২২ নভেম্বর আলোচিত এই বিলে স্বাক্ষর করেন তিনি। হোকুলের স্বাক্ষরের পর হৃদয়ঘটিত অপরাধটি আর দোষের কিছু নয়।
এতদিন ধরে নিউইয়র্কে স্বামী-স্ত্রীর কেউ অন্য কারো সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হত এবং প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে শাস্তি ছিল ৯০ দিনের জেল।
পরকীয়ার বিরুদ্ধে ১১৭ বছর ধরে বহাল থাকা আইনটি মুলত রচিত হয়েছিল নিউইয়র্ক স্টেটের বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমাতে। তবে এ পর্যন্ত উক্ত আইনে মাত্র ৫ জন দোষীসাব্যস্ত হয়েছিলেন এবং সর্বশেষ অপরাধের ঘটনাটি ধরা পড়েছিল ২০১০ সালে।
ওই যখন নিউইয়র্কের বাটাভিয়া শহরে একজন বিবাহিত নারী একটি পার্কে অন্য এক পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরা পড়েছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।