সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যামাইকার খলিল বিরিয়ানির পার্টি হলে। সভায় বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন। নিরাপদ সড়ক চাই-নিসচা যুক্তরাষ্ট্র শাখা এই সভার আয়োজন করে।
নিসচা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি।
সময়োপযোগী ও জনগুরুত্ব সম্পন্ন এই সভার আয়োজন করায় সকল বক্তাই সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন স্বপনের ভূঁয়সী প্রশংসা করেন। এ সময় আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র দুটি দেশেই আমরা রাস্তায় চলার ক্ষেত্রে আইন মেনে চলার তোয়াক্কা করি না। ফলে দুর্ঘটনায় পড়ে আমরা জীবনে চরম বিপদ ডেকে আনি।
আলোচনা সভায় সকল বক্তা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রবক্তা চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।