Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে হেইট ক্রাইম দমনে ৬৪ মিলিয়ন ডলার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ১৩ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে হেইট ক্রাইম দমনে ৬৪ মিলিয়ন ডলার বরাদ্দ

নিউইয়র্কে বাড়তে থাকা হেইট ক্রাইম (ঘৃণামূলক অপরাধ) দমনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই লক্ষ্যে  কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে শক্তিশালী করার জন্য গভর্নর ক্যাথি হোকুল ৬৩.৯ মিলিয়ন ডলারের তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন।

কাউকে তার মতাদর্শ, বিশ্বাস বা মিশনের কারণে যেন আক্রমণের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন হোকুল।

রাজ্যের সিকিউরিং কমিউনিটিস অ্যাগেইনেস্ট হেইট ক্রাইম প্রোগ্রামের মাধ্যমে প্রাপ্য এই তহবিল রাজ্যের ৩৩৬টি সংস্থার মাধ্যমে অভ্যন্তরীণ ও বাইরের প্রকল্প এবং সাইবার সিকিউরিটি জোরদার করার কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, গভর্নর হোকুলের নেতৃত্বে এই কর্মসূচিতে তহবিল প্রদান ব্যাপকভাবে বেড়েছে। ২০২১ সাল থেকে এই কর্মসূচিতে মোট ১৩১.৫ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।

গভর্নর জানিয়েছেন, সন্ত্রাসীদের ক্রমবর্ধমান ঝুঁকি কিংবা অন্যান্য চরমপন্থীদের হামলা সামাল দিতে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরাপত্তা বাড়াতে, সার্বিক প্রস্তুতি বৃদ্ধি করার জন্য ২২৩টি সংস্থাকে ইতোমধ্যে ৪৪.৮ মিলিয়ন ডলার ফেডারেল সহায়তা প্রদান করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ