নিউইয়র্ক সিটির সাবওয়েতে আরও ২৫০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। গভর্নর ক্যাথি হোকুল জানান, ছুটির মৌসুমে সিটিতে পর্যটকের সংখ্যা বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
গভর্নর দাবি করেন, সাবওয়ের নিরাপত্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই যাত্রীদের ওপর পড়তে শুরু করেছে। গত মার্চে সাবওয়েতে অপরাধের সংখ্যা বেড়ে গেলে পুলিশের পাশাপাশি ৭৫০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়।
সাবওয়ে স্টেশনগুলো পর্যবেক্ষনের পাশাপাশি যাত্রীদের তল্লাশীর দায়িত্ব দেওয়া হয় তাদের। নাইন ইলেভেনের পর সাবওয়েতে এত বড় সংখ্যায় ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রথম ঘটনা ছিলো সেটি। ন্যাশনাল গার্ড মোতায়েনের পর সাবওয়েতে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।