Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বিশ্ব হিজাব দিবসের স্বীকৃতি, মুসলমানদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

নিউইয়র্কে বিশ্ব হিজাব দিবসের স্বীকৃতি, মুসলমানদের উচ্ছ্বাস

নিউইয়র্ক স্টেট সিনেট ২০২৫ সালের ১ ফেব্রুয়ারিকে বিশ্ব হিজাব দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার লক্ষ্য হলো ধর্মীয় সহিষ্ণুতা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সংহতির উন্নয়ন করা। এই ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত মুসলমানরা। 

আমেরিকার মুসলিম সিভিল রাইটস সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, ঘোষণাটি নিউইয়র্ক স্টেট সিনেটের সিনেটর রক্সান পারসৌদ প্রস্তাব করেছেন এবং এর উদ্দেশ্য হিজাব পরিধানকারী মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতি বৈষম্য ও বিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা।

১২ বছর ধরে পালিত বিশ্ব হিজাব দিবস হিজাব পরা মহিলাদের অভিজ্ঞতা ও সংগ্রামকে তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশ্ব হিজাব দিবস ২০১৩ সালে নাজমা খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করা।

এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়, যেখানে মহিলারা একদিনের জন্য হিজাব পরিধান করে হিজাব পরা মহিলাদের চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পারেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ