Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে অভিবাসন পুলিশের অভিযান, আতঙ্কে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১ ফেব্রুয়ারি ২০২৫

নিউইয়র্কে অভিবাসন পুলিশের অভিযান, আতঙ্কে বাংলাদেশিরা

নিউইয়র্ক সিটিতে অভিবাসন ও শুল্ক প্রয়োগ অভিযান শুরু হয়েছে। ২৮ জানুয়ারি সকালে অভিযান পরিচালনার সময় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোম উপস্থিত ছিলেন। অভিযানে অপহরণ, হামলা এবং চুরির অভিযোগ থাকা এক অপরাধী বিদেশিকে আটক করা হয়েছে।

পরে সবমিলিয়ে প্রায় ২০ জনকে আটকের সংবাদ জানা গেছে। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের অপরাধীদের রাস্তায় থাকতে দেওয়া হবে না।

ইমিগ্রেশন কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট নিউইয়র্ক ফিল্ড অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বাস্তবায়ন এবং বিদেশি অপরাধীদের সম্প্রদায় থেকে সরিয়ে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অভিযান শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ