লকডাউন শিথিল হচ্ছে তরস্কে
লকডাউন শিথিল হচ্ছে তুরস্কে। সোমবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এক সংবাদ সম্মেলনে জানান, ধীরে ধীরে করোনা সংক্রমণ কমে আসছে। খুলে দেয়া হবে সব ক্যাফে ও রেস্টুরেন্ট।
তবে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক মানুষ রেস্টুরেন্টে উপস্থিত থাকতে পারবেন। নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এছাড়াও শিথিল করা হয়েছে রাত্রিকালীন কার্ফিউও। শুধু সাপ্তাহিক ছুটির দিন রোববারে আরোপ করা হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী কারফিউ।