সেলাই মেশিন প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা
বাংলাদেশের টেকনাফে বাসমাহ ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। সম্পূর্ণ বিনামূল্যে নারীরা এই প্রশিক্ষণ গ্রহণ করছেন। স্বপ্ন দেখছেন এগিয়ে চলার, জীবনকে রাঙানোর।
নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প নিয়ে কাজ করছে বাসমাহ ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে বাসমাহ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রত্যাশা এই প্রকল্পের মাধ্যমে অসহায়, বিত্তহীন, বেকার নারীরা ঘরে থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
বাসমাহ ফাউন্ডেশনের সবগুলো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.basmah-bd.org এই ঠিকানায়। কার্যক্রমের সর্বশেষ আপডেট জানতে পারেন www.facebook.com/basmahfoundation এই ফেসবুক পেইজ থেকে।অনুদান বা সাহায্য-সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগের নম্বর +8801709-258625।