পেরুর প্রেসিডেন্ট ক্যাস্তিলো
প্রেসিডেন্ট প্রাসাদ বানাবেন জাদুঘর; নেবেন স্কুল শিক্ষকের বেতন। যাত্রা শুরুর দিনে এমনই ঘোষণা দিলেন লাতিন দেশ পেরুর প্রেসিডেন্ট ক্যাস্তিলো।
বুধবার (২৮ জুলাই) কংগ্রেসে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ৫১ বছর বয়সী ক্যাস্তিলো। ঘোষণা দেন রাজধানী লিমার বিলাসবহুল প্রেসিডেন্ট প্রাসাদে থাকবেন না। পাঁচশ’ বছর ধরে ক্ষমতার কেন্দ্র ওই ভবনটিকে বানাবেন জাদুঘর।
পেরুর নতুন প্রেসিডেন্ট বলেন, সারাটা জীবনই সাধারণ বেশভূষায় কাটিয়েছেন জীবন। জন্ম দরিদ্র কৃষক পরিবারে। ২৫ বছর ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। মাঠে গরু চড়িয়েছেন, হাল চাষও করেছেন। তাই প্রেসিডেন্ট হয়েও জীবন বদলাবেন না তিনি। কাটাতে চান সাধারণ জীবন।
শিক্ষকদের ধর্মঘটে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন ক্যাস্তিলো। কখনো জনপ্রতিনিধি হবেন, প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন তা ভাবনায়ও ছিলো না অনেকের।
শপথের দিনে খনির কর বাড়ানোসহ অর্থনীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দেন মার্ক্সিস্ট পার্টি নেতা ক্যাস্তিলো। এতে অস্বস্তিতে দেশটির রাজনীতি ও শীর্ষ ব্যবসায়ীরা। এরইমধ্যে তাকে কট্টর বামপন্থি তকমা দিয়েছে বিরোধীরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।