Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সেন্টকমের নতুন প্রধান হলেন মাইকেল এরিক কুরিলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২০, ১৩ জানুয়ারি ২০২২

সেন্টকমের নতুন প্রধান হলেন মাইকেল এরিক কুরিলা

মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ডার বা সেন্টকমের প্রধান হিসেবে আর্মি লেফটেন্যান্ট জেনারেল মাইকেল এরিক কুরিলাকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

কুরিলা জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজির জায়গায় বসবেন। জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি ২০১৯ সাল থেকে সেন্টকমের দায়িত্ব পালন করছেন। কুরিলা আর্মির ১৮নাম্বার এয়ারকোর্পসের কমান্ডার। নতুন পদে বহাল হলে তিনি জেনারেল পদে উন্নীত হবেন।

পেন্টাগন এখনও আগস্ট মাসের বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার নিয়ে চিন্তিত।এর পাশাপাশি তাঁরা ইরানের উপর সতর্ক দৃষ্টি রাখছে। এই পদের জন্য কুরিলা যোগ্য কারণ কুরিলা এর পূর্বে জেনারেল জোসেফ ভোটেলের চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেন। উল্লেখ্য যে জেনারেল জোসেফ ভোটেল ওবামা এবং ট্রাম্পের শাসনামলে সেন্টকমের প্রধান হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ