কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার৷ পরদিন দেখানো হবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ'-এ স্থান পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর'৷
ধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে‘রেহানা মরিয়ম নূর’এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে৷ এই চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ৷ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন৷ তারা এখন ফ্রান্সে অবস্থান করছেন৷
এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে' চলচ্চিত্রের মাধ্যমে৷ এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা৷ মিউজিকাল এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন অ্যাডাম ড্রাইভার এবং মারিয়ন কোটিয়ার্ড৷