আম্পায়ারের সাথে সাকিবের তর্কাতর্কি
মেজাজ হারানোর শাস্তি পেলেন সাকিব আল হাসান। গতকাল ১১ জুন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষেপে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। লাথি দিয়ে স্টাম্প উড়িয়ে দেন। কিছুক্ষণ পর আবারও দুই হাতে স্টাম্প তুলে নিয়ে আছাড় মারেন। এসব ঘটনায় আজ ১২ জুন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।