তুরস্ককে উড়িয়ে দিয়ে ইউরো ফুটবলে বড় জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে সুইসরা। এই জয়ের ফলে সুইসদের শেষ ষোলোর আশা বেঁছে থাকল। ওয়েলসের সঙ্গে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করেছিল সুইজারল্যান্ড। কিন্তু পরের ম্যাচে ইতালির বিপক্ষে তিন গোল হজম করতে হয় তাদের।
বল দখলে সুইসরা খুব বেশি এগিয়ে না থাকলেও শট নিয়েছে বেশী। ২৩ টি শটের মধ্যে ১০ টি শট ই ছিল গোল্মুখ বরাবর, অপর দিকে তুরস্ক শট নিয়েছে ১৯ টি যার মধ্যে লক্ষে ছিল ৬ টি।
রোববারের রাতে বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তুরস্কের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে সুইজারল্যান্ড। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড হ্যারিস সেফেরোভিচ। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জারদান শাকিরি। ৬১তম মিনিটে তুরস্কের পক্ষে গোল করেন ইরফান কাহভেসি।
আর ম্যাচের ৬৮ মিনিটের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন শাকিরি। এ জয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর তিন নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট রয়েছে ওয়েলসেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে ওয়েলস।