Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কোপা আমেরিকা

কোয়ার্টারে আর্জেন্টিনা, উরুগুয়ের ড্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫২, ২২ জুন ২০২১

কোয়ার্টারে আর্জেন্টিনা, উরুগুয়ের ড্র

চিপ শটে জালে বল পাঠায় গোমেজ


কোপা আমেরিকায় গ্রুপ পর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ছয় বছর পর প্যারাগুয়ের সাথে জিতলো তারা। 

ম্যাচের ১০ মিনিটের মাথায় ডি মারিয়া প্যারাগুয়ের রক্ষণভাগ ভেদ করে ‘থ্রু’ বল ঠেলে দেয় অ্যালেহান্দ্রো গোমেজের দিকে। সেই বল পেনাল্টি জোন থেকে চিপ শটে জালে পাঠায় সেভিয়ার খেলোয়াড় গোমেজ। ফলাফল ১-০ গোলে জয়।

অন্যদিকে, আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচ হারা উরুগুয়ে এবার ড্র করেছে চিলির সাথে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ড্র করেছে তারা। মঙ্গলবার দিবাগত রাত ৩টাই ম্যাচটি শুরু হয়।

সংবাদটি শেয়ার করুনঃ