গ্রুপ সেরা হয়ে শেষ আটে ব্রাজিল
কোপা আমেরিকায় গ্রুপ 'বি'-এর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে জিতেছে নেইমারের ঝলকে।
ম্যাচের ১০ মিনিটেই লিড পায় কলম্বিয়া। বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে।৬৪ মিনিটে নেইমারের দারুণ এক শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে সেলেসাওদের। তবে ৭৭ মিনিটে রেনান লোদির পাস থেকে ফিরমিনোর হেডে ম্যাচে সমতায় ফিরে ব্রাজিল।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভাগ্যদেবী যেন সহায় হয় ব্রাজিলের।