এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। কুড়ি ওভারের বিশ্বমঞ্চ তাই ভারত থেকে সরিয়ে আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী অক্টোবরের ১৭ তারিখ শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো আজ ২৬ জুন বিষয়টি নিশ্চিত করেছে।