গোলের পর নেইমারের উচ্ছ্বাস
জাদু দেখালেন নেইমার আর তাতেই কোপার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। ১-০ গোলে তারা হারিয়েছে প্রতিদ্বন্দ্বি পেরুকে।
খেলার শুরু থেকেই পেরুকে চাপে রাখে ব্রাজি। তবে সাফল্য আসে ৩৫ মিনিটে। পেরুর রক্ষণভাগের সঙ্গে একরকম ছেলেখেলা করেই ডিবক্সের বাঁদিকে ঢুকে যান নেইমার। জালে ঢুকিয়ে দেন বল। অবশ্য চেষ্টা করেছে পেরু। ছোট ছোট পাসে বেশ কয়েকবার ব্রাজিল রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল তারা। তবে শেষমেশ হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।
ফাইনালে হয় আর্জেন্টিনা নয় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।