Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কোপার ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮, ৭ জুলাই ২০২১

কোপার ফাইনালে আর্জেন্টিনা

এভাবেই তিনটি পেনাল্টি আটকেছেন মার্তিনেজ

কোপার ফাইনালে উঠে গেল মেসির দল। সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকে ১(৩)-১(২) গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসি নন এবার জয়ের নায়ক হলেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুটআউটে তাঁর তিনটি সেভই ফাইনালে তুলেছে আর্জেন্টিনাকে।

ম্যাচের শুরুতেই আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কলম্বিয়া। এরপর লিড নেয়ার একাধিক সুযোগ মিস করেন মেসি-মার্টিনেজরা।  খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নিয়ম না থাকায় ম্যাচ চলে যায় টাইব্রেকে। সেখানেই আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। কলম্বিয়ার নেয়া ৪টি শটের ৩টিই প্রতিহত করেন তিনি। আর তাতেই কোপার ফাইনালে আর্জেন্টিনা যেখানে প্রতিপক্ষ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পাচ্ছে তারা।


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610,  +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ