জমকালো আয়োজনে টোকিওতে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক গেমস ২০২১-র। করোনা মহামারির কারণে নানা বিধিনিষেধ মেনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবিসি জানিয়েছে, দর্শক শূন্য ভেন্যুতে কেবল মাত্র কয়েক’শ অলিম্পিক সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিতিতে যোগ দেন। বিশেষ অতিথির মাঝে উপস্থিত ছিলেন জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।
এবারের অলিম্পিকে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩৩৯টি ইভেন্ট তথা স্বর্ণপদকের জন্য লড়বেন ২০৫টি দেশের ১১ হাজার ৩২৪ জন অ্যাথলেট। বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন এবারের আসরে।