টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে গেল কোপা জয়ী আর্জেন্টিনার। স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিল মেসির দল।
শেষ আটে উঠতে হলে গ্রুপ পর্বের আজকের ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু সেটা হলো না। প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। তবে বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে গোলের দেখা পায় স্পেন। এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ৮৭ মিনিটে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল। তাতেই স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার।
এদিকে, শেষ আটে স্পেনের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ আইভেরি কোস্ট। মিশর খেলবে গতবারের সোনাজয়ী নেইমারের দল ব্রাজিলের বিপক্ষে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।