Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কস ইউনাইটেডকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ৬ আগস্ট ২০২১

আপডেট: ১৮:৪৫, ৬ আগস্ট ২০২১

ব্রঙ্কস ইউনাইটেডকে সংবর্ধনা

ব্রঙ্কস ইউনাইটেড

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজনে গত ২০ জুলাই ফুটবল লীগ-২০২১ শুরু হয়। এই লীগে ১২টি দল অংশ গ্রহণ করে। গত ১ আগস্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রঙ্কস ইউনাইটেড। ওইদিন রাতেই দলটিকে সংবর্ধনা দেওয়া হয়।

ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ব্রঙ্কস ইউনাইটেডের খেলোয়ার, কর্মকর্তা, স্পন্সররা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান।

আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আলী, স্বপন তালুকদার, ডা. নেয়াজ, নূর এ আলম জিকু, আবির প্রমুখ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ