সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ইমরান খান বাহিনী।
কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের সাত মিনিটে রুবেল শেখের গোলের মধ্য দিয়ে এগিয়ে যায় তারা। এরচার মিনিট পর মুর্শেদ আলীর গোলের মধ্য দিয়ে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।
বিরতির পর ম্যাচের ৭৫ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলটি করে। কাউন্টার অ্যাটাক থেকে এক ক্রসে মোর্শেদ আবারও প্লেসিংয়ে গোল করেন। সেই গোলের এক মিনিট পরেই শ্রীলঙ্কা একটি গোল করে। সেই গোলে অবশ্য শ্রীলঙ্কার ফরোয়ার্ডের চেয়ে বাংলাদেশের গোলরক্ষক আসিফের ব্যর্থতা বেশি। কাদা মাঠে বক্সের বাইরে লঙ্কান ফরোয়ার্ডকে কাটাতে গিয়ে বল হারান। লঙ্কান ফরোয়ার্ড বল পেয়ে গোলরক্ষককে পেছনে ফেলে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি।
গোল দিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ সেটি হতে দেয়নি। দুই মিনিটের মধ্যে আরেকটি গোল দিয়ে স্বাগতিকদের চাপেই রাখে। ডান প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে সিরাজুল ইসলাম হেডে গোল করে বাংলাদেশের লিড ৪-১ করেন।
মাঠ ভারি থাকায় খেলা অনেকটা ধীরগতির হয়েছে। মাঝে মধ্যে খেলায় ছেদ পড়েছে। রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই সময়ে বাংলাদেশ আরেকটি গোল করে। বদলি ফুটবলার নাজিম বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়ে লঙ্কান গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি। এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার, মালদ্বীপের বিপক্ষে।