নাসাউ কাউন্টি পুলিশ লোগো
নিউইয়র্কের নাসাউ কাউন্টি চলতি বছরের শেষ নাগাদ তাদের পুলিশ বাহিনীর জন্য পোশাকে লাগানো ক্যামেরা চালু করবে। গত ২৭ মে এই তথ্য জানিয়েছেন নাসাউ কাউন্টির নির্বাহী লরা কুরান। পুলিশ বাহিনীর যেসব সদস্য তাদের শরীরে এই ক্যামেরা লাগাবে, তারা বছরে অতিরিক্ত ৩ হাজার ডলার করে পাবে।
লরা কুরানের মতে, এতে সহজেই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। কমবে অপরাধপ্রবণতা। তাই, চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর করার প্রত্যাশা করেন তিনি।