Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মেক্সিকোতে ২২ বাংলাদেশি উদ্ধার

অভিক আহসান

প্রকাশিত: ০০:৩৩, ১৮ জুন ২০২১

আপডেট: ০০:৩৩, ১৮ জুন ২০২১

মেক্সিকোতে ২২ বাংলাদেশি উদ্ধার

এই বাস থেকে উদ্ধার হয় ২২ বাংলাদেশি

পাচারের সময় মেক্সিকোতে ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ের পালমার ডি ব্রাভোর কাছ থেকে তাদের উদ্ধার করে পুলিশ। স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,  উদ্ধার হওয়া ২২ বাংলাদেশির কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে সবাইকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকান প্রশাসন। ধারণা করা হচ্ছে, সীমান্তপথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে ছিল এসব বাংলাদেশির। কার মাধ্যমে তারা এসেছেন সেদিক খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ