বাড়ি ভাড়া দিতে না পারা ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়ার নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রে । করোনা পরিস্থিতির কারণে দুর্দশায় পড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া এর আগে ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এবার এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে চাপে থাকা যুক্তরাষ্ট্রের লোকজনকে সরকারি সহায়তা দেওয়ার অংশ হিসেবে গত বছরের মার্চ থেকে ভাড়াটিয়া উচ্ছেদের সব প্রক্রিয়া বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি গত ৩০ জুন থেকে উচ্ছেদের স্থগিতাদেশ আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এতে বাড়ি ভাড়া না দিতে পারলেও কোনো ভাড়াটিয়াকে মালিক পক্ষ উচ্ছেদ করতে পারবেন না।