ক্রান্তীয় ঝড় এলসা
কিউবায় তাণ্ডব চালানোর পর ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় এলসা। ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, দুপুর দু্ইটা নাগাদ ঘণ্টায় ৬৫ মাইল বেগে এটি আঘাত হেনেছে টামপায়। এর প্রভাবে তীব্র বাতাস ও ভারি বৃষ্টিপাত চলছে। এতে বড়ধরনের ভূমিধসসহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সতর্কতা।
এলসার প্রভাব পড়েছে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নিউইয়র্কে। এরইমধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। এনএইচসি জানিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ এটি নিউইয়র্ক অতিক্রম করতে পারে। সেসময় এলাসা তার শক্তি হারিয়ে ফেলবে, তখন গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৫ মাইল। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এরআগে, কিউবার উপকূলে তাণ্ডব চালায় এলসা। এতে লণ্ডভণ্ড সেখানকার বাড়িঘর-গাছপাল।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।